Home » ২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিয়ো

২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিয়ো

নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

by admin
২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিয়ো

২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিয়ো। বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিয়ো

একই সঙ্গে পুরস্কারের ঘোষণাটি নেবেলপ্রাইজ ডট ওর্গ এবং ফেসবুক, এক্স, ইউটিউবে নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়।

পুরস্কার ঘোষণার সময় বলা হয়, বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য কাজ করছে জাপানের এই প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২৩ সালের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখায় তাঁকে গত বছর শান্তিতে নোবেল দেওয়া হয়।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শান্তি পুরস্কারের জন্য এ বছর মোট ২৮৬ জন প্রার্থীর নাম নিবন্ধন করেছে, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা রয়েছে।

প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে গত ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যদিয়ে শুরু হয় এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিয়ো

You may also like

Leave a Comment

সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন

যোগাযোগঃ অফিসঃ ৪৩/বি, নবাবগঞ্জ বাজার, লালবাগ, ঢাকা-১২১১

মোবাইলঃ ০১৭১১৬৬৪৬৬৫

Email: info@janaojana.com

২০২৪ জানা-অজানা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

অনুসরণ করুন