অজস্র রেকর্ডে পাকিস্তানের ইনিংস পরাজয়
অজস্র রেকর্ডে পাকিস্তানের ইনিংস পরাজয়। ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে এক ইনিংস ও ৪৭ রানে হেরেছে পাকিস্তান।
মুলতানে শান মাসুদের দলের হারের দিনে একের পর এক লজ্জার রেকর্ড নিজেদের নামে লিখিয়েছে স্বাগতিকরা।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে টেস্ট ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান।
তবে হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি (৩১৭) ও জো রুটের ডাবল সেঞ্চুরিতে (২৬২) রেকর্ড ৮২৩ রান করে ইংলিশরা নিজেদের প্রথম ইনিংসের সমাপ্তি টানে।
এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি।
২৬৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে যায় ২২০ রানে।
এমন অবিশ্বাস্য হারে শুধুই সিরিজে পিছিয়েই পড়েননি বাবর আজমরা, নাম লিখিয়েছেন একাধিক রেকর্ডে।
খুব একটা আনন্দের যে নয় রেকর্ডগুলো, তা তো বলাই বাহুল্য।
অজস্র রেকর্ডে পাকিস্তানের ইনিংস পরাজয়
এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের মুলতান টেস্টে যত রেকর্ড:
১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানই একমাত্র দল যারা ৫০০+ রান করার পরও ইনিংস ব্যবধানে হেরেছে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪৯২ রান করে ইনিংস ব্যবধানে হেরেছিল আয়রাল্যান্ড।
– প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তান দ্বিতীয় দল হিসেবে ৫৫০+ রান করে ইনিংস ব্যবধানে হেরেছে।
এর আগে প্রথম দল হিসেবে কাউন্টি ক্রিকেটে ৫৮৪ রান করে গ্ল্যামারগনের বিপক্ষে এক ইনিংস ও ২৮ রানে হেরেছিল লিচেস্টারশায়ার।
– ৫০০+ রান করে টেস্ট ক্রিকেটে এই নিয়ে পঞ্চমবার হারের মুখ দেখেছে পাকিস্তান।
যা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ। ৫০০+ রান করে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার হেরেছে অস্ট্রেলিয়া।
– মুলতান টেস্ট হারের মাধ্যমে হোম-অ্যাওয়ে মিলিয়ে টানা ষষ্ঠ টেস্ট ম্যাচ হারল পাকিস্তান।
২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে আর কোনো টেস্ট ম্যাচে জয়ের দেখা পায়নি বাবর আজমরা।
এর আগে ২০১৬-১৭ ও ২০১৮-১৯ সালেও টানা ছয় টেস্ট হারের রেকর্ড গড়েছিল পাকিস্তান।
– শুধু ঘরের মাঠে হারের রেকর্ড বিবেচনা করলে পাকিস্তানের দশা তো আরও করুণ। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট ম্যাচ জিতেছিল পাকিস্তান।
এরপর থেকে এই তিন বছরে নিজেদের দর্শকের সামনে ১১টি টেস্ট খেলে একটিতেও জিততে পারেনি।
– পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নাম লিখিয়েছেন বিরল এক তালিকায়। টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত টানা ৬ টেস্টে হারের রেকর্ড ছিল ৪ জনের।
পঞ্চম অধিনায়ক হিসেবে টানা ছয় টেস্ট হারের তালিকায় নিজের নাম লিখিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
– টেস্ট ক্রিকেটে কমপক্ষে আট ইনিংস খেলা ওপেনিং জুটির মধ্যে পাকিস্তানের ওপেনিং জুটি আবদুল্লাহ শফিক ও সায়েম আইয়ুবের গড় সবচেয়ে কম (২.৮৭)।
অজস্র রেকর্ডে পাকিস্তানের ইনিংস পরাজয়